প্রোটিনাস

গলদা চিংড়ি চাষের সুবিধা

  • গলদা চিংড়ি দ্রুত বর্ধনশীল।
  • খাদ্য খরচ কম লাগে;
  • বাজারে চাহিদা প্রচুর;
  • রপ্তানির সুযোগ থাকায় দাম বেশি পাওয়া যায়;
  • অন্যান্য কার্প জাতীয় মাছের সাথে ও ধান ক্ষেতে চাষ করা যায়;
  • স্বাদু পানিতে এবং অল্প লবণাক্ত পানিতে (লবণাক্ততা ৫ পিপিটির কম) চাষ করা যায়।
  • একক ও মিশ্রচাষ (কার্প জাতীয় মাছ-রুই, কাতলা, মৃগেল এর সাথে) করা যায়।
  • প্রাকৃতিক উৎস ও হ্যাচারীতে উৎপাদিত রেনু পোনা বা পিএল পাওয়া যায়।
  • সর্বভূক প্রাণী, খাদ্য হিসাবে সহজে সম্পূরক খাদ্য প্রয়োগ করা যায়।
  • সম্পূরক খাদ্য তৈরীর উপাদান সহজে সংগ্রহ করা যায়।
  • খাদ্য হিসাবে রেডিমেট খাবার ছাড়াও অপ্রচলিত খাবার যেমন ডাবরি ডাল, ভুট্টা, আলু, গম ইত্যাদি দেওয়া যায়;
  • একটু যত্ন সহকারে চাষ করা হলে রোগ-বালাই কম হয়, ফলে ওষুধ অন্যান্য উপকারণের জন্য খরচ কম লাগে।
  • বাজার মূল্য, চাহিদা বেশি এবং সহজে বিক্রয় করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *